সরকারি চাকরির নিয়োগে বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণপদযাত্রা কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ পদযাত্রা শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে গ্রন্থাগারের পেছনে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে রাবি শাখা কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক মাসুদ মোন্নাফ বলেন, আমাদের এই আন্দোলন রাজনৈতিক নয়। এটি শিক্ষার্থীদের ন্যায্য দাবির আন্দোলন। আমরা চাই বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কার করা হোক। কেননা, এই কোটার কারণে সরকারি চাকরিতে যোগ্য ও মেধাবীরা বঞ্চিত হচ্ছে। আমরা এই বঞ্চনা চাই না। অবিলম্বে যেন এই ব্যবস্থার সংস্কার করা হয়- সে ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা করছি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাবিতে এই কর্মসূচি পালন করা হয়েছে। এসময় বিভিন্ন বিভাগের হাজারের অধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার