সরকারী চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারসহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, জাবি শাখা’র ব্যানারে বিক্ষোভ মিছিলের পর ঢাকা-আরিচা মহাসড়কে আধা ঘন্টা অবরোধ করে রাখেন তারা।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিল থেকে শিক্ষার্থীরা কোটা প্রথা বিরোধী স্লোগান দিতে থাকেন। ক্যাম্পাসের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণের পর মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। এরপর শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। দুপুর ৩টা ৪৫ মিনিট থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত স্থায়ী এই অবরোধে নবীনগর থেকে সাভার পর্যন্ত রাস্তার দুই পাশে সৃষ্টি হয় তীব্র যানজটের। দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী ও ঢাকা থেকে ছেড়ে আসা অসংখ্য গাড়ি আটকা পড়ে যানজটে। ৩৫ মিনিট অতিবাহিত হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের উপস্থিতিতে অবরোধ তুলে নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/০৮ এপ্রিল, ২০১৮/মাহবুব