“বঙ্গবন্ধুর বাংলায় কোটা বৈষম্যের ঠাঁই নাই” স্লোগানে সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে গণপদযাত্রা ও বিক্ষোভ করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা।
রবিবার দুপুর ২টায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পদযাত্রাটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর লালবাগে কারমাইকেল কলেজ শিক্ষার্থীদের গণপদযাত্রায় যুক্ত হয়। সম্মিলিত গণপদযাত্রাটি লালবাগ ঘুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কেড় মোড়ে এসে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। এতে রংপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ রংপুর বিভাগীয় আহবায়ক ওয়াদুদ সাদমান, বেরোবি শাখা’র আহ্বায়ক রোকনুজ্জামান রবিউল, যুগ্ম আহবায়ক রেজাউল করিম শাকিল, কারমাইকেল কলেজ শাখার আহবায়ক শামীম রেজা, বেরোবি শিক্ষার্থী হাফিজুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘কোটার মাধ্যমে মেধাবিদের বঞ্চিত করা হচ্ছে। ফলে অযোগ্যরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে বসে যাচ্ছে। এতে দেশে দুর্নীতি বাড়ছে, উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। একটি দেশে কোটা থাকতে পারে, তাই বলে ৫৬ শতাংশ কোটা রাখা কোনোভাবেই যৌক্তিক নয়। কিন্তু বাংলাদেশে যে কোটা প্রবর্তন করা হয়েছে এর মাধ্যমে শিক্ষিত ও মেধাবিদের পিছিয়ে দেয়া হচ্ছে। এ সময় প্রধানমন্ত্রীর কাছে বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কারের দাবিও জানান বক্তারা।
বিডি-প্রতিদিন/০৮ এপ্রিল, ২০১৮/মাহবুব