ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির আয়োজনে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের মফিজ লেক সংলগ্ন পরিবহন ডিপোতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শাহানুর আলম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আইনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আব্দুর রহিম, রাজশাহী বেতারের সহকারী পরিচালক দেওয়ান আবুল বাসার প্রমূখ।
অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়া বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। পরে দুপুর ২টার দিকে বার্ষিক প্রীতিভোজের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার