সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের উপর হামলার প্রতিবাদে ফের আন্দোলনে নেমেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সকাল ৬টা থেকে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়েছে। এছাড়া তারা প্রধান ফটক সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রেখেছে।
সকালে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আন্দোলনকারীদের সংখ্যাও বাড়ছে। এদিকে আজ তারা কোন ক্লাস-পরীক্ষায় অংশ নিবেন না বলেও ঘোষণা দিয়েছেন।
বিডি প্রতিদিন/৯ এপ্রিল ২০১৮/হিমেল