সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের উপর হামলার প্রতিবাদে আন্দোলনে নেমেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ সকাল ১০টা থেকে তারা ক্লাস পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে মিছিল শুরু করে রায় শাহেব বাজার মোড়ে অবস্থান নেয়। এতে ঢাকা–মাওয়া মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর বারোটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা রায় সাহেব বাজার মোড় অবরোধ করে রেখেছে। এই সময় শিক্ষার্থীরা কোটা সংস্কার নিয়ে বিভিন্ন স্লোগান দেয়।
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
বিডি প্রতিদিন/৯ এপ্রিল ২০১৮/হিমেল