সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের উপর হামলার প্রতিবাদে আন্দোলনে নেমেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সকাল ৯টা থেকে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ভেতরে অবস্থান নিয়েছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধান ফটকের বাইরে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বেশ কয়েকবার আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থান নিতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ।
বিডি প্রতিদিন/৯ এপ্রিল ২০১৮/হিমেল