সারা দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে এবং ঢাকায় বিক্ষোভকারীদের উপর পুলিশের হামলার ঘটনার প্রতিবাদে অবস্থান কর্মসূচি নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, পূর্ব নির্ধারিত ছাত্র ধর্মঘটের অংশ হিসেবে সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয় সাধারণ শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের গাড়ি চলাচল বন্ধ করে দেয় তারা। পরবর্তীতে সকাল ৮টায় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের প্রধান ফটক থেকে উঠিয়ে দেয়। সর্বশেষ দুপুর ১২টা পর্যন্ত ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা প্রধান ফটকে রয়েছে।
এদিকে বর্তমানে বাস চলাচল স্বাভাবিক আছে।
সাধারণ শিক্ষার্থীরা জানান, সাতটায় বিশ্ববিদ্যালয় গেইটে অবস্থান কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা এবং তারা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্লাস বর্জনের আহ্বান জানান। তারা অভিযোগ করে বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের অবস্থানে বাধা প্রদান করছে।
শিক্ষার্থীদের মানববন্ধনে অনুমতি দিচ্ছে না প্রক্টর:
এদিকে শিক্ষার্থীরা দুপুরে মানববন্ধন করার অনুমতি চাইলেও প্রক্টর জহির উদ্দিন আহমেদ তা দিচ্ছেন না বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের আন্দোলনের সমন্বয়ক নাসির উদ্দিন বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগের পাশাপাশি প্রশাসনও বাধা প্রদান করছে। আমরা মানববন্ধনের অনুমতির জন্য প্রক্টরের কাছে গেলে তিনি আমাদের অনুমতি দিচ্ছেনা। এ বিষয়ে জানতে প্রক্টরকে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেন নি।
উল্লেখ্য, সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের ওপর রবিবার রাতে হামলা করে পুলিশ। এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন।
বিডি প্রতিদিন/৯ এপ্রিল ২০১৮/হিমেল