কোটা পদ্ধতি সংস্কারের দাবি ও ঢাকার শাহবাগে আন্দোলনকারীদের উপর কাঁদানে গ্যাস নিক্ষেপের প্রতিবাদে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে। আজ (সোমবার) বেলা ১১টা থেকে তারা এই কর্মসূচি শুরু করে। তবে সাধারণ ছাত্ররা দাবি আদায়ে মানববন্ধন করতে চাইলেও শেষ পর্যন্ত তা হয়নি।
এদিকে এর আগে রবিবার রাতে নগরীর জিরোপয়েন্টে সড়কে জড়ো হয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা। সেখানে তারা অবরোধের চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের সরিয়ে দেয়। খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট), সরকারি বিএল কলেজসহ সরকারি-বেসরকারি কলেজের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
কোটা পদ্ধতির সংস্কারসহ পাঁচ দফা দাবিতে গত ১৭ ফেব্রুয়ারি থেকে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ ও জেলা পর্যায়ে আন্দোলন কর্মসূচি পালন করছেন চাকরি প্রত্যাশীরা।
বিডি প্রতিদিন/৯ এপ্রিল ২০১৮/হিমেল