সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার বেলা যত বাড়ছে বিক্ষোভে জনসম্পৃক্ততাও বাড়ছে। বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিক্ষোভে যোগ দিচ্ছেন।
এদিকে, টিএসসি ঘিরে চারটি রাস্তাই বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে টিএসসি থেকে শাহবাগ, দোয়েল চত্বর, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও নীলক্ষেত-নিউমার্কেটমুখী চারটি রাস্তাতেই যান চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার দুপুর দেড়টার পর আন্দোলনকারী শিক্ষার্থীরা ব্যারিকেড দিয়ে এসব রাস্তা বন্ধ করে দেন।
তবে শিক্ষার্থীদের সরিয়ে দিতে থেমে থেমে কাঁদানে গ্যাস ছুড়ছে পুলিশ। সে কারণে ফের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।
প্রসঙ্গত, কোটা সংস্কারের দাবিতে গতকাল রবিবার শাহবাগ মোড়ে অবরোধ করে হাজার হাজার শিক্ষার্থী। রাতে সেখান থেকে সরিয়ে দিতে তাদের ওপর পুলিশ জলকামান ও টিয়ারসেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। এ ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হন। আটক করা হয় বেশ কয়েকজনকে।
এদিকে, কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার বিচার এবং গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তির দাবি জানিয়েছেন। অন্যথা ছাত্র ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/০৯ এপ্রিল, ২০১৮/মাহবুব