সরকারি চাকরিতে কোটা সংস্কার এর দাবি ও শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা প্রতিবাদে আগামী তিন দিন সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
সোমবার ভিসির আহ্বানে ঢাকা-আরিচা মহসড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সমাবেশ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই সমাবেশ থেকে শিক্ষার্থীরা তিনদিনের ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।
এর আগে শিক্ষার্থীরা ১০টা থেকে তিন ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। তাই শিক্ষার্থীদেরকে ছাত্রভঙ্গ করতে পুলিশ বেলা সাড়ে ১২টার দিকে কাঁদানে গ্যাস, টিয়ারশেল, জলকামান ও রাবার বুলেট নিক্ষেপ করে।
এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে মারে। এভাবে প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা দফায় দফায় সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সিকদার মো. জুলকারনাইন সহ প্রায় শাতিধিক শিক্ষার্থী আহত হয়েছে।
বিডি প্রতিদিন/৯ এপ্রিল, ২০১৮/ফারজানা