শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) চারদিনব্যাপী ‘বিজ্ঞান উৎসব-২০১৮’ আগামী ২৪ থেকে ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ক সংগঠন ‘বিজ্ঞানের জন্য ভালোবাসা’র উদ্যোগে আয়োজিত এই উৎসবের রেজিস্ট্রেশন সোমবার থেকে শুরু হয়েছে। চলবে ২৩ এপ্রিল পর্যন্ত।
সোমবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংগঠনটির উপদেষ্টা মানস কান্তি বিশ্বাস।
তিনি জানান, উৎসবের প্রথম ও দ্বিতীয় দিন থাকবে কার্টুন, সায়েন্স ফিকশন মুভি ও মজার মজার পরীক্ষা প্রদর্শিত হবে। তৃতীয় দিন বিদ্যালয় ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘বিজ্ঞান মেলা’ এবং শেষের দিন থাকবে ‘ফান ডে উইথ সায়েন্স’।
মানস কান্তি বিশ্বাস জানান, ‘বিজ্ঞান মেলা’ এবং ‘ফান ডে উইথ সায়েন্স’ প্রতিযোগিতার ক্ষেত্রে শিক্ষার্থীদের http://bit.ly/love4Science এই লিংকে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন সংক্রান্ত যেকোনো প্রয়োজনে ০১৭৫০১৯৫০৭১ এই নাম্বারে যোগাযোগ করা যাবে।
উৎসবে প্রধান অতিথি থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক ড. ইয়াসমিন হক, অধ্যাপক ড. মুহম্মদ কায়কোবাদ উপস্থিত থাকবেন। উৎসবে সহযোগী হিসেবে থাকবে ‘বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন’।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, সিএসই বিভাগের প্রভাষক মেহেদী হাসান, সংগঠনের সভাপতি ইব্রাহিম ফাহাদ, সাধারণ সম্পাদক শাকিল মাহমুদসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
বিডি প্রতিদিন/০৯ এপ্রিল ২০১৮/এনায়েত করিম