সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে আজ সকাল সাড়ে ৯টা থেকে আবারো ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। তিন সহস্রাধিক শিক্ষার্থীর স্লোগানে এখন প্রকম্পিত জাবি সংলগ্ন এই মহাসড়ক। তবে অন্যান্য দিনের তুলনায় আজ ছাত্রীদের সংখ্যা বেশি।
'বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাই নাই', 'এই মুহূর্তে দরকার, কোটা সংস্কার' এমন নানা স্লোগানে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা গেট থেকে শুরু করে জাবির প্রধান ফটক ও মীর মশাররফ হোসেন হল গেট পর্যন্ত রাস্তায় অবস্থান নিয়েছে। এছাড়া কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও ঢাবির বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রী এশাকে নিয়েও স্লোগান দিচ্ছে তারা।
এদিকে, সকালে পুলিশ রাস্তায় অবস্থান নিলেও শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে তারা ঘটনাস্থল থেকে সরে গেছে।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল ২০১৮/হিমেল