সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা-গাজীপর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা। বুধবার সাড়ে ১১টায় শিক্ষার্থীরা এই বিক্ষোভ প্রদর্শন করেন।
বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-গাজীপর মহাসড়ক অবরোধ করেন।
শিক্ষার্থীরা বিভিন্ন প্লেকার্ড ও বান্যার হাতে বিভিন্ন কোটা বিরোধী স্লোগান দিতে থাকে। এসময় মহাসড়কে এক দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল ২০১৮/আরাফাত