চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ চট্টগ্রামের বিভিন্ন কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে রাজপথে নেমে এসেছে। তারা নগরের ২নং গেইট এলাকায় মূল সড়ক অবরুদ্ধ করে রেখেছে। এ ছাড়াও শাটল ট্রেন অবরোধ ও ক্লাস বর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার বেলা ১২ টার দিকে প্রায় শতাধিক পুলিশ শিক্ষার্থীদের সড়কে আসতে বাধা প্রদান করে। কিন্তু শিক্ষার্থীরা পুলিশি বাধা উপেক্ষা করে রাস্তায় নেমে অবরুদ্ধ করে রাখে।
প্রায় দুই হাজারের অধিক শিক্ষার্থী মিছিল নিয়ে বর্তমানে দুই নম্বর গেইট মোড়ে অবস্থান করছে। রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে নানা ধরনের স্লোগান দিতে থাকে । ২নং গেইট এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের মূল কেন্দ্রবিন্দু হওয়ায় বিপুল পরিমাণের মানুষের যাতায়তের প্রধান মাধ্যম এটি। শিক্ষার্থীদের অবরোধের ফলে চতুর্দিকের সড়কের যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। বিভিন্ন যানবাহনে থাকা যাত্রীদের হেঁটে গন্তব্য যেতেও দেখা গেছে।
এদিকে, সকাল সাড়ে ৯ টায় ষোলশহর স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল চলাচল বন্ধ ছিল। প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেছে।
অন্যদিকে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তবে এখনো পর্যন্ত পুলিশকে মারমুখী ভূমিকায় যেতে দেখা যায়নি। প্রায় সময় পুলিশ তাদের রাস্তা থেকে সরে যাওয়ার জন অনুরোধ করে আসতেছে। কিন্তু শিক্ষার্থীরা এক পা সরতেও রাজি নন।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৮/ফারজানা