ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর উপর হামলা ও মতিয়া চৌধুরীর 'কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা রাজাকারের বাচ্চা' সংক্রান্ত বক্তব্যের প্রতিবাদে মাথায় কালো কাপড় বেঁধে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
বুধবার ১২ টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চত্বরে শহীদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটে এসে শেষ হয়। মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটে তারা এক সংক্ষিপ্ত সভার আয়োজন করে।
এদিকে সাদত বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র-ছাত্রীরা কোটা পদ্ধতি সংস্কারসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল বের করে যা করটিয়া বাইপাস সড়কের সামনে এসে শেষ হয়। পরে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে।
কোটা ৫৬ ভাগ থেকে ১০ ভাগে নিয়ে আসা, কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধায় নিয়োগ, চাকরি পরীক্ষায় কোটা পদ্ধতি একাধিকবার ব্যবহার না করা, কোটায় বিশেষ ধরনের কোন পরীক্ষা না পাওয়া এবং চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন কাটমার্কস ও বয়সসীমা নির্ধারণ- এই ৫ দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রেখে নাতি-নাতনি কোটা প্রত্যাহারের দাবি জানান তারা।
এদিকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ ও কোটা সংস্কারের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের লিংক রোড করাতিপাড়া এলাকায় সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করে সরকারী সা’দত কলেজের শিক্ষার্থীরা। দুপুর ১২টা থেকে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা কৃষিমন্ত্রীকে ক্ষমা চেয়ে তার বক্তব্য প্রত্যাহার ও অতিদ্রুত কোটা সংস্কারের দাবি জানান।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৮/ফারজানা