সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা কোটা সংস্কারের পক্ষে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন ও স্লোগান দিচ্ছেন।
পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী বুধবার সকাল সাড়ে ১০টা থেকে টিএসসির আশপাশের সড়কে জড়ো হতে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরপর পর্যায়ে টিএসসিতে অবস্থান নিয়ে চারিদিকের সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ দেন তারা।
তবে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের প্রায় সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনে পূর্ণ সমর্থন জ্ঞাপন করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান। বুধবার দুপুরে উপাচার্য তার নিজের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন করছে তা যৌক্তিক। তারা দীর্ঘদিন সুশৃঙ্খলভাবে যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তা উদাহরণ হয়ে থাকবে। তাই তাদের আন্দোলনে আমি পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৮/মাহবুব