কোটা প্রথা সংস্কারের দাবিতে দিনাজপুর-রংপুর-ঠাকুরগাও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনের দিনাজপুর-রংপুর মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তারা ‘চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার,’ কোটা দিয়ে কামলা নয়, মেধা দিয়ে আমলা চাই, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই ইত্যাদি স্লোগান দিচ্ছেন।
মহাসড়কে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ হাবিপ্রবি’র ব্যানারে সকাল থেকেই সড়ক অবরোধে শিক্ষার্থীদের ঢল নামে। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শত শত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্লাস বর্জন করে মহাসড়কে অবস্থান নেন। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে নেতৃত্ব দেন মাহমুদ হাসান, আব্দুল মান্নান, রুবেল, রাশেদুল প্রমুখ শিক্ষার্থীরা।
এদিকে ওই মহাসড়কে শিক্ষার্থীদের অবরোধ চলাকালীন সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়ে দূর দূরান্ত থেকে আসা বাসযাত্রীরা। তবে বিকল্প পথে দূর পাল্লার যানবাহন চলাচল করছে।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল ২০১৮/হিমেল