সিলেটে বৃষ্টি আসলেও সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা থেকে রাজপথ ছাড়েননি।
বুধবার বেলা ১২টার দিকে চারদিক অন্ধকার হয়ে বৃষ্টি শুরু হলে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক চৌহাট্টায় অবস্থান নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবরোধ অব্যাহত রাখেন। এদিন সকাল থেকে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।
জিন্দাবাজার, রিকাবিবাজার, আম্বরখানা, মিরবক্সটুলা, চৌহাট্টা রোডসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এসময় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পূর্ব নির্ধারিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল থেকে শিক্ষার্থীরা জড়ো হয়ে সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন।
এ সময় তারা জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে, সকাল থেকে ‘দে দে চাকরি দে, নইলে মোদের বুলেট দে’, ‘কোটা পদ্ধতির সংস্কার চাই’, ‘দেবো, দেবো, রক্ত দেবো, রক্ত দিয়ে সফল হবো’ স্লোগান দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে শিক্ষার্থীরা সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হন।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৮/মাহবুব