'কোটা সংস্কারের নামে এবার যদি কোনো ষড়যন্ত্র হয় তবে ছাত্রসমাজ কখনোই আর ক্ষমা করবে না। সারাদেশ অচল করে দেয়া হবে। ছাত্রদের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে তার পরিণাম খুব ভয়াবহ হবে।'
বুধবার বিকেল ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে এসব কথা বলেন সাধারণ শিক্ষার্থীর অধিকার সংরক্ষণ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মাসুদ মুন্নাফ।
মাসুদ তার বক্তব্যে বলেন, 'প্রধানমন্ত্রী কোটা সংস্কারের ঘোষণা না দেয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। সেই সঙ্গে এই বিষয়টি নিয়ে কেউ যদি আমাদের সঙ্গে ষড়যন্ত্র করতে না পারে তা খেয়াল রাখতে হবে। আর ছাত্র আন্দোলনের মাধ্যমে কোনো রাজনৈতিক দল যেন ফায়দা নিতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
এর আগে, বুধবার সকাল ১০টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করে। এর আধা ঘণ্টা পরই পাঁচ হাজারের অধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয়। সেখানে আন্দোলনকারীরা ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘পিতা তুমি ফিরে এসো, বৈষম্য দূর করো’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন। প্রায় পাঁচ হাজারের অধিক শিক্ষার্থীর স্লোগানে উত্তাল হয়ে উঠে রাজশাহী বিশ্ববিদ্যালয়।
সরেজমিনে দেখা গেছে, দুপুরের দিকে আন্দোলনকারীর সংখ্যা কিছুটা কম হলেও বেলা গড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়ছে। স্লোগানের পাশাপাশি নানা রকম প্যারোডি গান খেয়ে আন্দোলন চালাচ্ছেন শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল ২০১৮/এনায়েত করিম