সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন।
তিনি বলেন, সরকারি চাকরিতে কোটা বাতিলে আমরা প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মেনে নিয়েছি। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হওয়ার আগ পর্যন্ত আমরা আন্দোলন স্থগিত রাখব।
একই সঙ্গে পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন আন্দোলনে আহতের শিক্ষার্থীদের চিকিৎসা এবং কোনো শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হন সেজন্য সরকারের কাছে তারও জোরালো দাবি জানান। পাশাপাশি আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান।
বিডি-প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৮/মাহবুব