প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটা বাতিলের সিদ্ধান্ত মেনে নিয়ে আন্দোলন স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এরপর তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে আনন্দ মিছিল করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন প্রজ্ঞাপন জারি হওয়ার আগ পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দেন। এরপর আনন্দ মিছিল বের করেন শিক্ষার্থীরা।
যদিও এখনই শিক্ষার্থীদের আনন্দ মিছিল করা ঠিক হয়নি বলে প্রশ্ন রেখেছেন অনেকে। তাদের মতে, কেউ জেলে, কেউ হাসপাতালে, কেউ হলছাড়া, কেউ মামলায় দৌড়ের উপর। এসবের নিষ্পত্তি না করে আনন্দ মিছিল করা কি ঠিক হলো?
বিডি-প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৮/মাহবুব