৫ দিনের রিমান্ডের পর এবার উপাচার্যের বাসা ভাঙচুর ও তথ্যপ্রযুক্তি আইনের দুই মামলায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
রবিবার ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নুরের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা এই দুই মামলায় তাকে ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে গ্রেফতার মো. রাশেদ খানকে জিজ্ঞাসাবাদের জন্য গত ২ জুলাই ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে, গত ১ জুলাই শাহবাগ থানায় ছাত্রলীগ নেতার তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মামলায় রাশেদ খানকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে জিজ্ঞাসাবাধের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বিডি-প্রতিদিন/০৭ জুলাই, ২০১৮/মাহবুব