শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১১-১২ বর্ষের শিক্ষার্থী মৃত্তিকা রহমানের রহস্যজনক মৃত্যুর তদন্ত ও দোষীদের বিচার দাবি করে মানববন্ধন ও মৌন মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি মৌন মিছিল বের হয়ে একই স্থানে এসে সমাবেশে মিলিত। সমাবেশে বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারুক উদ্দিন, শিক্ষার্থী আনিকা, অভি শিপলু প্রমুখ।
সমাবেশে শিক্ষার্থীরা মৃত্তিকা রহমানের মৃত্যুকে অস্বাভাবিক দাবি করে বলেন, মৃত্তিকার সাংস্কৃতিক ব্যক্তিত্বের সাথে তার মৃত্যু কোনভাবেই মিলছে না। তার স্বামী কর্তৃক মানসিক ও শারীরিক নির্যাতনের কারণে সে আত্মহত্যায় প্ররোচিত হয়েছে বলে বক্তারা অভিযোগ করেন।
উল্লেখ্য, গত ৩ জুলাই সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মৃত্তিকাকে পাওয়া যায়। পরবর্তীতে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চিহ্নিত করে নিজ পরিবার এবং শ্বশুরবাড়ির মানুষেরা ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ দাফন করে।
বিডি-প্রতিদিন/০৭ জুলাই, ২০১৮/মাহবুব