জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিপীড়ন বিরোধী প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এসময় সংবাদ সংগ্রহে যাওয়া পাঁচ সাংবাদিকসহ ১৫ জন আহত হয়েছেন। গুরুত্বর আহত আটজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। আজ দুপুরে বিশ্ববিদ্যালয় ভাস্কর্যের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যদর্শীরা জানান, কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী ছাত্রলীগের হামলার প্রতিবাদে প্রতিগতিশীল ছাত্রজোট ব্যানারে রোববার দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভাস্কর্য চত্বরের সামনে সমাবেশ শুরু করলে ছাত্রলীগের কর্মীরা সমাবেশে অতর্কিত হামলা চালায়। এসময় সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকের ওপরও তারা হামলা চালায়। হামলায় সাংবাদিকসহ ১৫ জন আহত হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, সাংবাদিক হিসাবে চেনার পরও ছাত্রলীগ কর্মীরা আমাদের অতর্কিত হামলা করে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির আবেদন করেছি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রোনিয়া সুলতানা বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি শেষের দিকে ছাত্রলীগ কর্মীরা আমাদের ওপর হামলা চালায়। ছাত্রলীগের হামলায় প্রগতিশীল ঐক্যজোটের ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে।
জবি ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল বলেন, এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জবি সাংবাদিক সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় উপার্চাযের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, সাংবাদিকদের উপর হামলা অত্যন্ত দুঃখ্যজনক। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার