কোটা সংস্কার আন্দোলনকারী ও সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলা বন্ধ কর এবং হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আটককৃত শিক্ষার্থীদের নিঃ শর্ত মুক্তিসহ ৫ দফা দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্ব বিদ্যালায় প্রঙ্গানে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়। ৫ দফা দাবির মধ্যে রয়েছে ৫৬% কোটা থেকে ১০% নিয়ে আসা, কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদে মেধায় নিয়োগ দেওয়া, চাকরী নিয়োগ পরিক্ষায় সবাইকে সমান সুযোগ দেওয়া, কোটায় কোন ধরনের বিশেষ পরিক্ষা নয় এবং চাকরীর ক্ষেত্রে সবার জন্য কাটমার্কস ও বয়সসীমা করতে হবে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর