সরকারের বিরুদ্ধে চলমান বিভিন্ন গুজবের বিপক্ষে ‘দি মাদার অব হিউমিনিটি’-শেখ হাসিনাকে নিয়ে শিক্ষার্থীদের মাঝে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার লক্ষ্যে ময়মনসিংহে মুমিনুন্নিছা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে ফটো গ্যালারী উৎসবের আয়োজন করেছে জেলা ছাত্রলীগ।
নতুন প্রজন্মকে জাতির জনকের চেতনায় উদ্বুদ্ধ করতে মঙ্গলবার দুপুরে দিনব্যাপী ফটো গ্যালারীর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর চিত্তরঞ্জন চক্রবর্ত্তী।
এসময় জেলা ছাত্রলীগ সভাপতি রকিবুল ইসলাম রকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু তাহেরসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
ফটো গ্যালারিতে কলেজের ক্যাম্পাস জুড়ে সরকারের উল্লেখযোগ্য নানা উন্নয়ন কর্মকান্ড, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গণের বিভিন্ন পুরস্কার, উপাধি ও খেতাব বেষ্টিত বিভিন্ন ছবি স্থান পায়।
বিডি প্রতিদিন/১০ জুলাই ২০১৮/হিমেল