শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্ত:সাস্ট রোবটিক্স প্রতিযোগিতার তৃতীয় সংস্করণ "Auto Grand Prix v3.0” এর রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আগামীকাল রবিবার থেকে। রেজিস্ট্রেশন চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের একমাত্র রোবটিক্স বিষয়ক সংগঠন ”রোবো সাস্ট” এ প্রতিযোগিতার আয়োজক।
শনিবার দুপুরে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিযোগিতার আহ্বায়ক আলী তারিক জামান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ প্রতিযোগিতার রেজিস্ট্রেশন আগামী ১৫ জুলাই থেকে শুরু হয়ে ৩১ জুলাই পর্যন্ত চলবে। দলগত এই প্রতিযোগিতায় একটি দলে সর্বোচ্চ ৪ জন করে রেজিস্ট্রেশন করতে পারবে। রোবো সাস্ট এর অফিসিয়াল ফেসবুক পেইজ (www.facebook.com/robosustofficial) থেকে রেজিস্ট্রেশন এর অনলাইন লিঙ্ক এবং প্রবলেম স্টেটমেন্ট সংগ্রহ করা যাবে।
আগামী ৩ই আগস্ট বিশ্ববিদ্যালয়ের ড. এমএ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে এ রোবটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি তৌফিক রহমান, সভাপতি উম্মে সুমাইয়া জান্নাত, সাধারণ সম্পাদক মির্জা কামরুল বাশার সোহান প্রমুখ।
প্রসঙ্গত, ‘রোবটিক্স ফর গ্লোরি’ এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি সংগঠনটি যাত্রা শুরু করে।
বিডি প্রতিদিন/১৪ জুলাই ২০১৮/হিমেল