চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মেডিসিন অনুষদের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মীর মোহাম্মদ জুনায়েদকে চলমান কোটা সংস্কার নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
রবিবার সিভাসু’র রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাকে এ সাময়িক বহিস্কারাদেশ দেওয়া হয়।
সিভাসু’র রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম বলেন, ‘কোটা সংস্কার নিয়ে স্ট্যাটাস দেওয়া বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থি। সার্বিক পরিস্থিতি এবং অপরাধের মাত্রা বিবেচনায় জুনায়েদকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তবে এ ঘটনায় সিভাসু’র সহকারি প্রক্টর আশরাফুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে জুনায়েদ’র বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/১৫ জুলাই, ২০১৮/মাহবুব