মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘৯ম এমইউ ইনডোর স্পোর্টস টুর্নামেন্টে-২০১৮’ এর উদ্বোধন হয়েছে। এমইউ স্পোর্টস ক্লাবের আয়োজনে আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল হক চৌধুরী, এমইউ স্পোর্টস ক্লাবের উপদেষ্টা সিএসই বিভাগের অধ্যাপক চৌধুরী মো. মোকাম্মেল ওয়াহিদ, বিশ্ববিদ্যালয়ের পরিচালক (প্রশাসন) ও ক্লাবের উপদেষ্টা তারেক ইসলাম, পরিচালক (অর্থ) মিহির কান্তি চৌধুরী, সহকারি রেজিস্ট্রার ও ক্লাবের উপদেষ্টা লোকমান আহমদ চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগি অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিন, ইইই বিভাগের প্রধান সহকারি অধ্যাপক মিয়া মো. আসাদুজ্জামান, এমইউ স্পোর্টস ক্লাবের সভাপতি আশফাকুর রহমান প্রমুখ। টুর্নামেন্টে মিনি ক্রিকেট, মিনি ফুটবল, দাবা, ক্যারম, টেবিল টেনিস, স্টাম্প ব্রেক, টিক-ট্যাক-টো, বেলুন যুদ্ধ প্রভৃতি ইভেন্ট রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার