বেপরোয়া ড্রাইভিং-এর কারণে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী মোল্যা নাজিম উদ্দিনের মৃত্যুর ঘটনায় দায়ি ঘাতকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও খুলনায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হাদী চত্বরে শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তৃতা করেন ইংরেজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান, প্রফেসর ড. সাবিহা হক, সহযোগী অধ্যাপক ফিরোজ মাহমুদ হাসান, এফএমআরটি ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক শেখ তারেক আরাফাত, ইংরেজি ডিসিপ্লিনের প্রভাষক আয়েশা রহমান আশা, শিক্ষার্থী শোভন, শেখ সালমান রহমান, মো. সোহানুর রহমান, মিনহাজ আহমেদ তুর্জ।
বক্তারা ট্রাফিক আইন লংঘন করে সড়কে অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন চালনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। এসময় শিক্ষার্থী মোল্যা নাজিম উদ্দিনের মৃত্যুর ঘটনায় জড়িত ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার