‘স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ উদযাপিত হয়েছে। আজ সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মৎস্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও মতবিনিময় সভার মধ্য দিয়ে দিবসটি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ।
র্যালিটি সকাল সাড়ে ১০ টায় মাৎস্যবিজ্ঞান অনুষদের প্রধান ফটক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ব্রহ্মপুত্র নদের সামনে গিয়ে শেষ হয়। পরে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করা হয়।
মাৎস্যবিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রো-ভিসি প্রয়েসর ড. জসিম উদ্দিন খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও মৎস্য গবেষণা ইনস্টিটিউট'র কর্মকর্তাবৃন্দ। পরে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সেমিনার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার