সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সোমবার ঢুকলেই চোখে পড়েছে বৃষ্টিভেজা এক যুগলের ছবি। আজ মঙ্গলবারও ফেসবুকের ওয়ালে ওয়ালে ঘুরে বেড়াচ্ছে ছবিটি। বলা হচ্ছে, সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে ভাইরাল হওয়া ছবি এটি। ছবিটি তুলেছিলেন অনলাইন পোর্টাল পূর্বপশ্চিমবিডি.নিউজের ফটোগ্রাফার জীবন আহমেদ। এই অপরাধে মঙ্গলবার দুপুরে তাকে টিএসসির বটতলায় মারধর করেছেন তারই পেশার সঙ্গে জড়িত কয়েকজন। এমনটাই অভিযোগ করেছেন জীবন আহমেদ নিজেই।
সোমবার টিএসসির যে স্থান থেকে ওই যুগলের ছবিটি তুলেছিলেন জীবন আহমেদ, একদিন পর আজ মঙ্গলবার সেখানেই (বটতলা) তাঁকে প্রকাশ্যে মারধর করা হয়েছে। লাঞ্ছনাকারীরা সকলেই আলোকচিত্রশিল্পী বলে জানা গেছে।
জীবন আহমেদ
বিডি-প্রতিদিন/২৪ জুলাই, ২০১৮/মাহবুব