ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে স্ট্যাটাস দেয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আন্দোলনের হুমকি দিয়েছেন ছাত্রলীগের নেতারা। বুধবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। তারা সাত দিন সময় নিয়েছে। এই সাত দিনের মধ্যে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা চট্টগ্রাম বিশ্ববিদালয় শাখা ছাত্রলীগ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।
আরো পড়ুন- ৫৭ ধারায় চবি শিক্ষকের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা
মানববন্ধনে বক্তারা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে বাধাগ্রস্থ করতেই শিক্ষক নামের অমানুষগুলো অপপ্রচার চালাচ্ছে। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা তা কখনো হতে দিব না। প্রধানমন্ত্রীকে নিয়ে যখন এমন কটূক্তি ওই শিক্ষক করেছে কিন্তু বাংলাদেশের কোন ইউনিটের ছাত্রলীগ নেতা-কর্মীরা কোন ধরনের প্রতিবাদ করেনি। তাই আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ হতাশ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরশের সঞ্চালনায় সাবেক সভাপতি মোহাম্মদ আলমগীর টিপুর সভাপতিত্ত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি মনসুর আলম, সহ সভাপতি রাকিব হোসাইন, আব্দুল মালেক, সাখাওয়াত হোসাইন রায়হান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আরমান, উপ প্রন্থণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইকবাল হোসাইন টিপু,উপ সাহিত্য বিষয়ক সম্পাদক ইমাম উদ্দিন ফয়সাল পারভেজ, উপ বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল হাসান দিনার, সহ- সম্পাদক সাবরিনা চৌধুরী, সদস্য সাঈদুর রহমান সাঈদ, পারবেজ, প্রদীপ চক্রবর্তী দূর্জয় প্রমুখ।
বিডি প্রতিদিন/২৫ জুলাই ২০১৮/হিমেল