শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার দুপুরে আড়াইটার দিকে অস্ত্র গুলো উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক এস এম হাসান জাকিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে কর্মকর্তারা বঙ্গবন্ধু হলের পাঁচ তলার বাথরুম থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র গুলো উদ্ধার করেন। পরে তা মাইক্রোবাসে করে নিয়ে যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন