রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া। আর আগে গত বছরের ১৬ জুলাই প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনন্দ কুমার সাহাকে ৪ বছরের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১২তম উপ-উপাচার্যের দায়িত্ব দেয়া হয়। তিনি এখনো দায়িত্বে আছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম একই সঙ্গে দুজন উপাচার্যকে দায়িত্ব দেয়া হল।
বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, অধ্যাপক জাকারিয়া ও আনন্দ কুমার সাহা দুজনেই উপ উপাচার্যের দায়িত্ব পালন করবেন। তবে এই উপ উপাচার্যের একজনকে প্রশাসনিক ও অন্যজনকে একাডেমিক দায়িত্ব দেয়া হবে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উপ-সচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের আদেশক্রমে অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়াকে ৪ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেয়া হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।
প্রতিষ্ঠার পর ১৯৮৫ সালে প্রথম উপ-উপাচার্য পায় রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রথম উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক আমানুল্লাহ আহমদ ১৭ ফেব্রুয়ারি ১৯৮৫ থেকে ৬ ডিসেম্বর ১৯৮৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এ পর্যন্ত ১২ জন উপ-উপাচার্য দায়িত্ব পালন করেছেন। আর ১৩ তম উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক চৌধুরী জাকারিয়াকে দায়িত্ব দেয়া হল। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের একজন সিন্ডিকেট সদস্য। আর আগে ২০০৯-১৩ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পালন করেন তিনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রভাষ কুমার কর্মকার বলেন, আমি প্রজ্ঞাপনের কপি হাতে পেয়েছি। নতুন উপ-উপাচার্যকে আমরা অভিনন্দন জানাচ্ছি। উনি এখনো যোগদান করেননি। শীঘ্র তিনি দায়িত্ব বুঝে নেবেন।
নিয়োগ পাওয়ার বিষয়টি জানিয়ে অধ্যাপক জাকারিয়া বলেন, আমি যোগদান করার পর আপনাদের সঙ্গে বসে আলোচনা করব।
বিডি প্রতিদিন/ফারজানা