বিবিএ মেধাবী শিক্ষার্থী সাইদুর রহমান পায়েলের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকবার্তা প্রকাশ করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। এতে বলা হয়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জের গজারিয়ায় গত ২২ জুলাই ভোরে হানিফ পরিবহনের চালক ও তার সহযোগী কর্তৃক পায়েলের মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।
সম্ভাবনাময় তরুণ প্রাণ পায়েলকে আহত অবস্থায় ব্রিজের উপর থেকে নদীতে ফেলে দেওয়ার মত পৈশাচিক ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।
হত্যাকাণ্ডের সাথে জড়িত হানিফ পরিবহনের চালক জালাল, সহকারী ফয়সাল এবং সুপারভাইজার জনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও আদালত এ ব্যাপারে যথাযত ব্যবস্থা নেবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
প্রিয় শিক্ষার্থী সাইদুর রহমান পায়েলের শোক সন্তপ্ত পরিবারের প্রতি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ পায়েলকে বেহেশত নসিব করুন।
বিডি প্রতিদিন/ফারজানা