ঈদুল আজহার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীরের কাজ শুরু হবে বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
শনিবার দুই দিনব্যপী ‘ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট’র সমাপনী দিনে ‘কেমন চাই আগামীর ক্যাম্পাস?’ শীর্ষক সেশনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ড. জাফর ইকবালের উপর হামলার পর আমার কাছে সকলের দাবি ছিল ক্যাম্পাসের সীমানা প্রাচীর তৈরি করা। সীমানা প্রাচীর না থাকায় অনেক বহিরাগত যে কোন সময় যে কোন স্থান দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে অপকর্ম করতে পারে। ৬ কি.মি. ব্যাপী সীমানা প্রাচীর তৈরির লক্ষ্যে ইতিমধ্যে টেন্ডার ও ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। ফলে ঈদের পরপরই সীমানা প্রাচীরের কাজ শুরু হবে।
উল্লেখ্য, শাবি প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এই উৎসবে ঢাবি, জাবি, চবি, রাবি, বাকৃবিসহ সারাদেশের ২৬টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫০জন ক্যাম্পাস প্রতিবেদক অংশগ্রহণ করেছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন