ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যে’র ৯ম প্রতিষ্ঠাবর্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় টিএসসিসিতে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করা হয়।
এরপর র্যালি, সদস্যদের কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও বৃক্ষরোপণসহ নানা কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।
তারুণ্যের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের নেতৃত্বে র্যালিতে তারুণ্যের শতাধিক সদস্য অংশ নেন। র্যালি শেষে জাতীয় সংগীতের মাধ্যমে মূল পর্ব শুরু হয়।
তারুণ্যের সদস্য সচিব সাদিয়া আফরিন ও মিকাইল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আরমান রেজা জয়। এসময় উপস্থিত ছিলেন তারুণ্যের উপদেষ্টা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী, ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল, ভূমি আইন ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শাহিদা আক্তার আশা, বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্র, তারুণ্যের সাবেক সভাপতি মুমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ওয়াহিদ জুবেরি সিজার, বর্তমান সাধারণ সম্পাদক তাইয়েব জনি প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও উপস্থিত সকলকে মিষ্টি বিতরণ করা হয়।
উল্লেখ্য, ‘অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ এই শ্লোগানকে সামনে রেখে ২০০৯ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৃহৎ এ সংগঠনটি সর্বদা অসহায় ও আর্ত-মানবতার সেবায় অবদান রেখে আসছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম