হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহকারি প্রফেসর ড. মো. রমজান আলীকে বিশ্ববিদ্যালয়েরর সকল কার্যক্রম থেকে অব্যাহতি ও স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
আজ সোমবার দুপুরে টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে সকল অনুষদের সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করে।
এদিকে, হাবিপ্রবি’র রেজিস্টার প্রফেসর ড. সফিউল আলম জানান, আজ সোমবার সকালে সহকারি অধ্যাপক ড. মো. রমজান আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে স্থায়ীভাবে বরখাস্তের সিদ্বান্ত গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার