চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে রাকিবকে মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। অন্যদিকে শফিককে অপহরণ মামলায় আটক করা হয় বলে জানান অভিযানে নেতৃত্বদানকারী হাটহাজারি সার্কেল এএসপি আব্দুল্লাহ আল মাসুম।
রাকিব হাসান উদ্ভিদবিদ্যা বিভাগের ২০০৪-০৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এছাড়াও মোহাম্মাদ শফিক আধুনিক ভাষা ইনিস্টিটিউটের শিক্ষার্থী।
সোমবার (৩০ জুলাই) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাব এলাকা থেকে রাকিবকে আটক করা হয়। অন্যদিকে শফিককে বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হলের সামনে থেকে আটক করা হয়।
এএসপি (হাটহাজারি) আব্দুল্লাহ আল মাসুম বলেন, মাদকের সাথে জড়িত সে যেই হোক তাকে কোন ছাড় দেয়া হবেনা। মাদকের বিরুদ্ধে আমাদের চলমান অভিযান অব্যহত থাকবে।
উল্লেখ্য, সাবেক ছাত্রলীগ নেতা রাকিবের বিরুদ্ধে ছিনতাই, অস্ত্র, ট্রাক ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এর আগেও গত বছর ২১ মে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া প্রাণ রসায়ন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সাজিদ খান নামের এক শিক্ষার্থীকে অপহরণ করে দুই লক্ষ পঁচাত্তার হাজার টাকা মুক্তিপণ দাবি করার মামলায় তাকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল