খাগড়াছড়ির দীঘিনালায় ৯ বছরের পাহাড়ি শিশু কন্যা পূর্ণা ত্রিপুরাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্র ইউনিয়ন। মঙ্গলবার দুপুরে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি ধীষন প্রদীপ চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গৌরচাঁদ ঠাকুর অপুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন চবি শাখার শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক কাজী নওরীন, সদস্য প্রত্যয় নাফাক এবং প্রীতিলতা হলের সদস্য জিগনিটি চাকমা। এছাড়াও মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) সহ-সাধারণ সম্পাদক সুপন চাকমা।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা পত্র-পত্রিকার পাতা খুললেই প্রতিদিন দেখতে পাই শিশু ধর্ষণের শিকার হয়েছে। কিন্তু এ সব ঘটনার কোন সুষ্ঠু বিচার হয় না। একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনী এরকম নৃশংস ঘটনা ঘটাতো। তার ফল এখনো দেখা যাচ্ছে বাংলার মাটিতে। আমরা এর একটা শক্ত দমন চাই।
তারা আরও বলেন, পুঁজিবাদী সমাজ ব্যবস্থা আমাদেরকে শোষিত ও নির্যাতিতদের কাতারে ঠেলে দিয়েছে। আর তাই বাসের ড্রাইভার-হেলপারদের দ্বারা মা- বোনেরা আজ নির্যাতিত হচ্ছে।
উল্লেখ্য, পিতৃহীন কৃত্তিকা ত্রিপুরা (পূর্ণা) দীঘিনালার নয় মাইল এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। গত ২৮ জুলাই টিফিন পিরিয়ডের সময় সে স্কুলের পার্শ্ববর্তী নিজের বাড়িতে দুপুরের খাবার খাওয়ার জন্য আসে। ওই সময় তার মা জুমের কাজে ব্যস্ত থাকায় বাড়িতে কেউ ছিল না। খেতে এসে সে আর স্কুল ফিরে যায়নি। পরে রাত ১১ টার দিকে তার ছিন্নভিন্ন লাশ উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন ফারজানা