শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের তিন শিক্ষার্থীকে কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরুপ ৩ ক্যাটাগরিতে স্বর্ণপদক প্রদান করেছে এফএম মুজিবুর রহমান ফাউন্ডেশন।
মঙ্গলবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে বিএসসি অনার্স ক্যাটাগরিতে রিনা পাল, এমএস থিসিস ক্যাটাগরিতে অমিত কুমার চক্রবর্তী এবং এমএস জেনারেল বিভাগে (নন থিসিস) শহিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের কাছ থেকে স্বর্ণপদক গ্রহণ করেন।
বিডি প্রতিদিন/৩১ জুলাই ২০১৮/হিমেল