নিরাপদ সড়ক নিশ্চিত, বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনার বিচার দাবিতে আন্দোলনরত স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপর পুলিশী হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে ঢাকায় অন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবির প্রতি একাত্মতা পোষণ করে বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী। পরবর্তীতে একটি বিক্ষোভ মিছিল বের হয় যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘এটা কোন দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড। একের পর এক দুর্ঘটনা ঘটলেও কোন ব্যবস্থা নিচ্ছেনা সরকার। আবার প্রতিবাদ করলে জনগণের বেতনভোগী পুলিশ সদস্যরা স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। এটা কোনভাবেই মেনে নেয়া যায় না। সড়কে মৃত্যুর মিছিল দীর্ঘ হলেও তাতে দায়িত্বশীলদের কোন কর্ণপাত নেই।’
প্রসঙ্গত, গত ২৯ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের একটি বাস দুই স্কুল শিক্ষার্থীকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই তারা নিহত হন।
বিডি প্রতিদিন/১ আগস্ট ২০১৮/হিমেল