জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি বাস ভাংচুর করল পরিবহন শ্রমিকরা। বুধবার রাত আটটায় শিক্ষকদের নামিয়ে বিশ্ববিদ্যালয়ে বাসটি ফেরার পথে গুলিস্তান ফুলবাড়িয়া সড়কে এ ভাংচুর করা হয়। ভাংচুরে কেউ আহত হননি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের প্রশাসক আবদুল্লাহ আল মাসুদ জানান, পরিবহন শ্রমিকরা জবির এই বাস ভাংচুর করেছে। তারা বাসের সামনের বড় গ্লাসটা ভেঙ্গে ফেলে। এতে আমাদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়। আগামীকাল (বৃহস্পতিবার) সরেজমিনে গিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
বিডি প্রতিদিন/ ২ আগস্ট ২০১৮/ ওয়াসিফ