নিরাপদ সড়ক, ঘাতক বাস চালকদের বিচারের দাবিতে স্কুল কলেজের শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানিয়ে মৌন মানববন্ধন কর্মসূচী পালন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দশম ব্যাচের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে শুরু করে দুপুর বারোটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড়স্থ ঢাকা-রংপুর মহাসড়কে এ কর্মসূচী পালন করেন শিক্ষার্থীরা। প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। এ সময় প্রত্যেকের হাতে বিভিন্ন প্রতিবাদী প্লাকার্ড দেখা যায়।
প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রবিউল জানান, আমরা সড়ক দুর্ঘটনার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। এ ব্যাপারে সরকারের যথাযথ পদক্ষেপ কামনা করছি।
আরেক শিক্ষার্থী নাজিম জানান, রাস্তায় যেন আর কোন লাশ না পড়ে। কোন মায়ের বুক যেন আর খালি না হয়। কোন ছাত্র যেন আর রাস্তায় প্রাণ না হারান। এ ব্যপারে সরকারের পক্ষ থেকে যেন দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। এসময় তিনি সড়ক উন্নয়নের সাথে সড়ক কাঠামোর উন্নয়নের দাবীও জানান। শান্তিপূর্ণ এই কর্মসূচীতে পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের একটি বাস দুই স্কুল শিক্ষার্থীকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন।
বিডি-প্রতিদিন/ ই-জাহান