ঢাকায় আন্দোলনরত স্কুলশিক্ষার্থীদের ওপর আবার হামলা হলে সিলেট অবরোধ করার ঘোষণা দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে প্রায় সস্রাধিক শিক্ষার্থী ঢাকায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহতের ঘটনার বিচার, নৌমন্ত্রীর পদত্যাগ দাবি, পরবর্তীতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে মাববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন। পরবর্তীতে একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে একটি সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা আন্দোলন শিক্ষার্থীদের ৯ দফা দাবির সাথে একাত্মতা পোষণ করে পুলিশি হামলার তীব্র প্রতিবাদ জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার