জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপার্চায (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. নূরুল আলম। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ প্রদান করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের ১৩(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আর্চায মো. আবদুল হামিদ তাকে চার বছরের জন্য নিয়োগ প্রদান করছেন। পদে থাকাকালীন উপ-উপার্চাযের সকল সুযোগ-সুবিধা তিনি ভোগ করবেন। নতুন দায়িত্বপ্রাপ্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র, শিক্ষক এবং কর্মকর্তা, কর্মচারী সংগঠন এবং বিভাগের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়।
প্রসঙ্গত, অধ্যাপক মো. নুরুল আলম বর্তমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব প্রদান করায় রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অধ্যাপক মো. নূরুল আলম বলেন, “অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য তিনি প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবেন।”
বিডি-প্রতিদিন/১৪ আগস্ট, ২০১৮/মাহবুব