১৫ আগস্ট, ২০১৮ ১৮:৪৬

ছাত্রলীগের সংঘাতের আশঙ্কায় শাবির হল বন্ধ ঘোষণা

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি


ছাত্রলীগের সংঘাতের আশঙ্কায় শাবির হল বন্ধ ঘোষণা

ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘাতের আশংকায় আসন্ন ঈদ উল আজহার ছুটিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সবগুলো আবাসিক হল বন্ধ করার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ। 

বুধবার বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন। 

এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মধ্যে গ্রুপিং রাজনীতির আধিক্যের ফলে যে কোন সময় সংঘাতের সম্ভাবনা রয়েছে। তাই আমরা প্রক্টর ও সব আবাসিক হলের প্রভোস্টদের সাথে আলোচনার করে হলগুলো বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। মূলত শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আগামী ১৯ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল বন্ধ থাকবে। 

উল্লেখ্য, গত ঈদুল ফিতরের ছুটিতে একই কারণে আবাসিক হলগুলো বন্ধ ছিল। সেসময় শিক্ষার্থীরা নানাবিধ ভোগান্তির সম্মুখীন হয়। 


বিডি-প্রতিদিন/১৫ আগস্ট, ২১০৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর