জাতীয় শোক দিবস ও পবিত্র ঈদ-উল-আয্হা উপলক্ষে ১৪ দিনের ছুটি শেষে সোমবার খুলেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উপভোগ করে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। অধিকাংশ বিভাগসমূহে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হতে দেখা গেছে।
ছুটি শেষে প্রিয় সহপাঠীদের কাছে পেয়ে পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময়, গল্প আর আড্ডায় মেতে উঠেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর, ঝাঁল-মুড়ি চত্বর, ক্যাফেটেরিয়া, কেন্দ্রীয় লাইব্রেরি চত্বর ও স্মৃতিসৌধ চত্বরসহ সব জায়গা এখন শিক্ষার্থীদের পদচারণায় মুখোরিত। শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাস যেন আবারো ফিরে পেয়েছে নতুন প্রাণ।
ঈদ আনন্দ ও ছুটি শেষে ক্যাম্পাসে সহপাঠীদের সাথে আবার একত্রিত হওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী তাসমিয়া খানম, লোকপ্রশাসন বিভাগের ইরফান রানা, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের রাসেল মাহমুদ তাদের অনুভূতির কথা ব্যক্ত করে বলেন, ‘ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আনন্দ অন্যরকম। যা বলে বোঝানো সম্ভব নয়। বাড়িতে দীর্ঘদিন অবস্থান করলে বাবা-মা ও অন্যান্য সকলের প্রতি চরম মায়া তৈরি হয়। ফলে ক্যাম্পাসে ফেরার সময় কেমন জানি মন খারাপ হয়ে যায়। কিন্তু ক্যাম্পাসে এসে বন্ধুদের সাথে দেখা হলে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় তখন খারাপ মন আবার ভাল হয়ে যায়।’
এদিকে, সোমবার সকাল ১১টায় খুলে দেয়া হয় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ। ইতোমধ্যে হলের অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন। শিক্ষার্থীদের আগমনের ফলে আবাসিক হল এলাকা এখন সর্বক্ষণিক মুখরিত ও প্রাণবন্ত।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারের ছুটির তালিকা অনুযায়ী জাতীয় শোকদিবস ও পবিত্র ঈদ-উল-আয্হা উপলক্ষে গত ১৪ আগস্ট হতে ২৭ আগস্ট পর্যন্ত ক্লাসসমূহ এবং গত ১৫ আগস্ট হতে ২৬ আগস্ট পর্যন্ত অফিসসমূহ বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী গত ১৬ আগস্ট দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম